Biplob G Rahul

CEO | eCourier

Director | Carnival Assure Limited

Logistics | eCommerce

Biplob G Rahul

CEO | eCourier

Director | Carnival Assure Limited

Logistics | eCommerce

Blog Post

দেশী ব্যবসায়ী বাচাতে চাই সঠিক রেগুলেশন

May 4, 2024 eCommerce
দেশী ব্যবসায়ী বাচাতে চাই সঠিক রেগুলেশন

লাইসেন্স বিহীন ব্যবসা আপনার আমার সকলের জন্য ক্ষতিকর তাই নন রেগুলেটেড ব্যবসায়ীদের জন্য সঠিক নিতীমালা ও আইন এর প্রয়োগ এ চাই সঠিক ব্যবস্থাপনা। নিতীমালা যেমন ক্ষুদ্র ও মাঝারী দেশীয় উদ্যোক্তা বান্ধব হতে হবে তেমনি এই নীতিমালা বাস্তবায়নে ইন্ডাস্ট্রির সকল স্টেকহোল্ডারদের হতে হবে স্বচেস্ট । এতে করে মার্কেট যেমন মনোপলির হাত থেকে রক্ষা পাবে , তেমনি দেশীয় কপ্লাইন্সড উদ্যোক্তাদের জন্য সাস্টেইনেবিলিটি বৃদ্ধি করবে । উদাহরণ হিসেবে ধরুন ভিকেল ট্র্যাকিং সিস্টেম প্রোভাইড করছেন এমন একটি কমপ্লাইন্সড কোম্পানির সেবা মূল্য ও নন কপ্লাইন্সড একটি কোম্পানির সেবা মূল্য কখনোই সামঞ্জস্য পূর্ন হবে না , এক্ষেত্রে নন কম্পাইন্সেড কোম্পানিটির কারণে সরকার যেমন রাজস্ব হারাবে তেমনি গ্রাহক ও তার ডাটা নিরাপত্তা নিয়ে থাকবে সন্দিহান । আমাদের দেশে আইন বা নীতিমালা প্রণয়ন এর পর এর বাস্তবায়ন কঠিন হয়ে উঠে কারণ আমরা দেশী ক্ষুদ্র , মাঝারী উদ্যোক্তাদের সেই আইন বা নীতিমালার আওতায় ব্যবসা প্রাকটিস করার পথ সহজ করতে পারিনা । এই সহজীকরন নিয়ে কাজ করার এখনি সময় আমাদের ।

  •  মার্কেট এ মনোপলি রুখতে বিভিন্ন নিতীমালা প্রস্তাবন ও বাস্তবায়ন জরুরী
  • নীতিমালা বাস্তবায়নে স্বম্মিলিত হেল্প ডেস্ক ওপেন করা
  • নীতিমালা প্রণয়নে করনীয় নিয়ে কোলাবরেটিভ ওয়ার্কশপ ও ট্রেনিং বাস্তবায়ন
  • লাইসেন্স বিহীন ব্যবসাগুলির বিষয়ে অভিযোগ করার যথাযথ ব্যবস্থা
  • লাইসেন্স গ্রহণে সহায়তা সেল বাস্তবায়ন

আমাদের দেশের ডিজিটাল ব্যবসা গুলির একটি সামঞ্জস্য পূর্ণ বাজার তৈরি আমাদের দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা ইত্যাদির জন্য আমাদের একতা বদ্ধ হওয়া এখন সময়ের দাবী ।

Write a comment