দেশী ব্যবসায়ী বাচাতে চাই সঠিক রেগুলেশন
লাইসেন্স বিহীন ব্যবসা আপনার আমার সকলের জন্য ক্ষতিকর তাই নন রেগুলেটেড ব্যবসায়ীদের জন্য সঠিক নিতীমালা ও আইন এর প্রয়োগ এ চাই সঠিক ব্যবস্থাপনা। নিতীমালা যেমন ক্ষুদ্র ও মাঝারী দেশীয় উদ্যোক্তা বান্ধব হতে হবে তেমনি এই নীতিমালা বাস্তবায়নে ইন্ডাস্ট্রির সকল স্টেকহোল্ডারদের হতে হবে স্বচেস্ট । এতে করে মার্কেট যেমন মনোপলির হাত থেকে রক্ষা পাবে , তেমনি দেশীয় কপ্লাইন্সড উদ্যোক্তাদের জন্য সাস্টেইনেবিলিটি বৃদ্ধি করবে । উদাহরণ হিসেবে ধরুন ভিকেল ট্র্যাকিং সিস্টেম প্রোভাইড করছেন এমন একটি কমপ্লাইন্সড কোম্পানির সেবা মূল্য ও নন কপ্লাইন্সড একটি কোম্পানির সেবা মূল্য কখনোই সামঞ্জস্য পূর্ন হবে না , এক্ষেত্রে নন কম্পাইন্সেড কোম্পানিটির কারণে সরকার যেমন রাজস্ব হারাবে তেমনি গ্রাহক ও তার ডাটা নিরাপত্তা নিয়ে থাকবে সন্দিহান । আমাদের দেশে আইন বা নীতিমালা প্রণয়ন এর পর এর বাস্তবায়ন কঠিন হয়ে উঠে কারণ আমরা দেশী ক্ষুদ্র , মাঝারী উদ্যোক্তাদের সেই আইন বা নীতিমালার আওতায় ব্যবসা প্রাকটিস করার পথ সহজ করতে পারিনা । এই সহজীকরন নিয়ে কাজ করার এখনি সময় আমাদের ।
- মার্কেট এ মনোপলি রুখতে বিভিন্ন নিতীমালা প্রস্তাবন ও বাস্তবায়ন জরুরী
- নীতিমালা বাস্তবায়নে স্বম্মিলিত হেল্প ডেস্ক ওপেন করা
- নীতিমালা প্রণয়নে করনীয় নিয়ে কোলাবরেটিভ ওয়ার্কশপ ও ট্রেনিং বাস্তবায়ন
- লাইসেন্স বিহীন ব্যবসাগুলির বিষয়ে অভিযোগ করার যথাযথ ব্যবস্থা
- লাইসেন্স গ্রহণে সহায়তা সেল বাস্তবায়ন
আমাদের দেশের ডিজিটাল ব্যবসা গুলির একটি সামঞ্জস্য পূর্ণ বাজার তৈরি আমাদের দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা ইত্যাদির জন্য আমাদের একতা বদ্ধ হওয়া এখন সময়ের দাবী ।