Biplob G Rahul

CEO | eCourier

Director | Carnival Assure Limited

From One Team

All for One - One For All

Biplob G Rahul

CEO | eCourier

Director | Carnival Assure Limited

From One Team

All for One - One For All

Blog Post

ডিজিটাল ব্যবসায় অবকাঠামো উন্নয়ন জরুরী

April 30, 2024 eCommerce, Edutech
ডিজিটাল ব্যবসায় অবকাঠামো উন্নয়ন জরুরী

টেকসই ব্যবসা উন্নয়নের জন্য আমাদের চাই সুনিশ্চিত অবকাঠামো। ডিজিটাল ব্যবসা উন্নয়নে সঠিক তথ্য, উপাত্ত, দক্ষ কর্মী এবং অন্যান্য রিসোর্স, ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স, এবং বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে টেকসই উন্নয়ন এবং স্থিতিশীলতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে উদ্যোক্তাদের কার্যকর ব্যবসায়িক সহায়তা প্রদান পুর্বক দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন প্রকার সমস্যা সমাধান পুর্বক সাহায্য করে তাদের কে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য বিশেষ ভাবে প্রস্তুত করা প্রয়োজন৷  দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর পাশাপাশি বৈশ্বিক ভাবে ট্রেন্ডিং নতুন প্রযুক্তিগুলির ব্যবহারে নিজেদের প্রতিষ্ঠানের কার্যক্ষমতা বাড়াতে দরকার যথাসময়ে বিভিন্ন ওয়ার্কশপ,  নলেজ শেয়ারিং ও নেটওয়ার্কিং ইভেন্ট,  হ্যাকাথন ইত্যাদির মত আয়োজন। ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ও ফান্ড এক্সেস এর মত বিষয়গুলিতে  উদ্যোক্তাদের প্রস্তুত করতে বা প্রস্তুত করনে সরাসরি সাহায্য করার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ কেন্দ্র গঠন করাও জরুরী৷ এছাড়া ডিজিটাল মার্কেটিং বা বৈশ্বিক রিসোর্স হায়ারিং এর জন্য যথাযথ সরকারী নিতীমালাও প্রয়োজন,  যাতে করে দেশীয় কোম্পানী গুলি বৈশ্বিক বাজারেও বিশেষ জায়গা করে নিতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের দেশের সমষ্টিক উন্নয়নে বড় অংশীদারিত্ব নিশ্চিত করতে পারে৷   তাই আমাদের সকলে মিলে –

১. সঠিক তথ্য, উপাত্ত

২. দক্ষ কর্মী ও অন্যান্য রিসোর্স

৩. ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স

৪. বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ

ইত্যাদি নিয়ে কাজ করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সময়োপযোগী অবকাঠামো নির্মানে সকলের সাথে কাজ করতে হবে৷ গড়তে হবে রিসার্স সেল, হেল্প ডেস্ক,  নতুন নতুন নলেজ শেয়ারিং এর ইভেন্ট ইত্যাদি৷

Write a comment