Biplob G Rahul

CEO | eCourier

Director | Carnival Assure Limited

From One Team

All for One - One For All

Biplob G Rahul

CEO | eCourier

Director | Carnival Assure Limited

From One Team

All for One - One For All

Blog Post

ক্রস বর্ডার ইকমার্স ও বাংলাদেশের সম্ভাবনা

May 1, 2024 eCommerce
ক্রস বর্ডার ইকমার্স ও বাংলাদেশের সম্ভাবনা

আধুনিকতা ও ইন্টারনেট এর এই যুগে এসে বাংলাদেশের ইকমার্স বাজার বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে , দেশী বিদেশী পণ্যের সমাহার নিয়ে আমাদের দেশীয় ইকমার্স উদ্যোক্তারা তাদের ব্যবসা করছেন একটা দেশীয় গণ্ডির মধ্যেই – কিন্তু আমাদের প্রতিবেশী দেশুগুলোর মধ্যেই অনেকেই তাদের দেশীয় পণ্য বিদেশে বিক্রি করে জাতীয় ভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করছে , গ্লোবাল মার্কেট এ আমাদের রেডি-মেড গার্মেন্টস (আরএমজি),টেক্সটাইল, ,মাছ, চিংড়ি এবং চিংড়ি,চামড়া এবং চামড়াজাত পণ্য,হোম টেক্সটাইল,কৃষি পণ্য,ওষুধ,প্লাস্টিক এবং প্লাস্টিক পণ্য,বাইসাইকেল,টেরি টাওয়েল,শিপিং,সিরামিক,ফার্নিচার,ইলেকট্রনিক পণ্য,কাগজ ও কাগজজাত পণ্য,স্টিল ও স্টিলজাত পণ্য,রাসায়নিক পণ্য, খেলনা ইত্যাদির ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমাদের দেশীয় উদ্যোক্তারা তাদের পণ্য বিশ্ব বাজারে উপস্থাপন করতে পারছেন না । 

এমতাবস্থায় আমাদের দরকার একটি সুন্দর ক্রসবর্ডার ব্যবসার পরিবেশ , যেখানে আমাদের উদ্যোক্তারা তাদের পণ্য প্রডিউস করার পর তা বৈদেশিক বাজারে বিক্রি হতে যে ধরনের নীতিগত সেবা প্রয়োজন তা সরকারী ও সরকারী বিভিন্ন সংস্থার মাধ্যমে পূরণ করা হবে । নিম্নোক্ত বিষয় গুলি নিয়ে কাজ করলে আমাদের দেশের ক্রস বর্ডার ইকমার্স স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে মনে করি ।

১ .⁠ ⁠ক্রসবর্ডার লজিস্টিক নিতীমালাঃ খুব সহজে পণ্য টেস্টিং , লাইসেন্সিং ও শিপিং এর সহায়তা পাওয়া ।
২ .⁠ ⁠পেমেন্ট রিসিভ করার পদ্ধতি সহজ করনঃ বৈশ্বিক পেমেন্ট সিস্টেম তৈরি বা এডাপ্ট করার মাধ্যমে ছোট বড় সকল প্রকার বৈদেশিক পেমেন্ট রিসিভ এর সুবিধা
৩ .⁠ ⁠ডিজিটাল মার্কেটিং পেমেন্ট সহজীকরনঃ কাস্টোমার কে রিচ করতে প্রয়োজনীয় ডিজিটাল মার্কেটীং ব্যয় এর ক্ষেত্রে বৈদেশিক পেমেন্ট  এ বিশেষ সুবিধা দেয়া
৪ .⁠ ⁠সহায়তা ও প্রনোদনাঃ বিক্রিত পণ্যের উপর বিভিন্ন প্রকার ইনসেন্টিভ প্রদান করা ইত্যাদি ।

Write a comment