ডিজিটাল কমার্স উন্নয়নে চাই সহায়ক পরিবেশ
বিশাল সম্ভাবনার ডিজিটাল কমার্স বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক মাধ্যম হয়ে উঠবে বলে আমরা সবাই বিশ্বাস করি , তবে বাৎসরিক 20.26% প্রবৃদ্ধির এই সেক্টরটি ২০২৪ এর ১৫ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২৮ নাগাদ ২৪.১৩ বিলিয়ন ডলার এ উন্নীত হবে । এই প্রবৃদ্ধি আরো বেশি হতে পারে যদি আমরা সমষ্টিগত ভাবে অনেক বেশি সচেতন হয়ে একতার সাথে কাজ করতে পারি ।
সোর্সঃ Digital Payments – Bangladesh | Statista Market Forecast
নীতি ও ব্যবস্থাপনা: সরকারের এবং সংশ্লিষ্ট অর্গানাইজেশন গুলির স্বম্ননয়ের মাধ্যমে ডিজিটাল কমার্স নীতি ও ব্যবস্থাপনার উন্নতিকরন করা, যাতে ব্যবসা পরিচালনা, সাইবার নিরাপত্তা, ট্যাক্সেশন, পেমেন্ট গেটওয়ে ব্যবহার ইত্যাদি সঠিকভাবে নিয়ন্ত্রিত হতে পারে।
ডিজিটাল প্রযুক্তির প্রতি শিক্ষা ও প্রশিক্ষণ: ডিজিটাল কমার্সের প্রসারের জন্য ব্যবসা সংশ্লিষ্ট কর্মী ও উদ্যোক্তাদের মধ্যে যথাযথ ডিজিটাল প্রযুক্তি প্রতি শিক্ষা ও প্রশিক্ষণ পাওয়া উচিত। কর্মসংস্থানের সাথে কর্মীদের কর্মদক্ষতা ওতপ্রোতভাবে জড়িত তাই এই প্রশিক্ষণ ব্যবস্থাপনার ব্যবস্থা করে নতুন নতুন দক্ষতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইনোভেটিভ ডিজিটাল কমার্স উদ্যোগ এর দেখা পেতে পারি আমরা ।
ইন্ফ্রাস্ট্রাকচার উন্নতি: ডিজিটাল কমার্সের উন্নয়নে দেশের ইন্ফ্রাস্ট্রাকচারে উন্নতি এবং প্রযুক্তিগত বিকাশ জরুরী। হাই-স্পীড ইন্টারনেট সংযোগ, ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস, ডেটা সিকিউরিটি ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিষ্কারভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন প্রয়োজন।
ব্যাংক ও ফাইনান্স নেটওয়ার্ক বিস্তার করা: সরকার বা সংশ্লিষ্ট অর্গানাইজেশন ব্যবসা উন্নয়নের জন্য ব্যাংক এবং বিনিয়োগ প্রতিষ্ঠান এর সাথে ডিজিটাল কমার্স কমিউনিটির যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করলে আমাদের দেশের লোকাল ও আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল কমার্স এর পরিধি ও মার্কেট সাইজ বৃদ্ধি পাবে অনেকাংশেই ।
বিনামূল্যে ও সরকারী সহায়তা প্রদান: নিম্নস্তরের ব্যবসা ও উদ্যোগকারীদের জন্য ডিজিটাল কমার্স উন্নয়নে সরকারী সহায়তা প্রদানের মাধ্যমে তাদের প্রবৃদ্ধি ও উন্নতির পথ প্রশস্ত করা উচিত এবং বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা যাদের অফিস নেই , উপযুক্ত ইন্টারনেট ও সার্ভার ব্যবস্থাপনা নেই তাদেরকে সরাসরি এসকল ইনফ্রা ডেভেলপমেন্ট এ সহায়তা করা প্রয়োজন বলে মনে করি ।
একটি বিন্যাসবহুল ডিজিটাল কমার্স বাজার তৈরি করে যাতে প্রতিটি ব্যবসা প্রয়োজনীয় আদর্শ বাজার ব্যবস্থা পেতে পারে সে লক্ষ্য পূরণ করতে কাজ করতে হবে আমাদের সবাইকে এক হয়ে । আমাদের একতায় আমাদের উত্তরণ করতে পারে বৈশ্বিক ডিজিটাল কমার্স বাজারের অন্যতম সেরা স্টেকহোল্ডার হিসেবে । একটি কোলাবরেটিভ পরিবেশ তৈরি করে যেখানে সকলে সকলকে সহজেই রিচ করতে পারেন এমন ব্যবস্থাপনা বা উদ্যোগ খুবই জরুরী ।